তাড়াশে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী

rj sazib / ৩৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

শাহাদাত হোসেন টুটুল
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে স্বাধীনতার পর প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একজন সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ধাপে তাড়াশ উপজেলার ৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি উপজেলার মধ্যে একটি তালম ইউনিয়ন। এ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম।
নির্বাচনে তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে তিনি ২ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।
কাজলী খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়ে এখন মনে হয় আমরাও এ দেশের গর্বিত মানুষের অংশ। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এলাকার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।
তারিখঃ ০৬/০১/২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!