2022 সালের সবচেয়ে শক্তিশালী 10 টি দেশের তালিকা

rj sazib / ১২৪০ Time View
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
বিশ্বের শক্তিশালী দেশের তালিকা 2022
বিশ্বের শক্তিশালী দেশের তালিকা 2022

প্রত্যেক বছর গ্লোবাল পায়ার পাওয়ার নামে গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের

শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করে থাকে।

 

তারই ধারাবাহিকতায় 2022 সালেও 140 টি দেশে রেংকিং তালিকা প্রকাশ করেছে।

 

এই প্রতিষ্ঠানটি প্রত্যেক দেশের স্থলশক্তি , আকাশ শক্তি, নৌশক্তি সহ দেশের অর্থনৈতিক সক্ষমতা।প্রাকৃতিক রিসোর্ট সহ নানান বিষয়ের উপর ভিত্তি করে এই শক্তিশালী দেশের রেংকিং তালিকা প্রকাশ করে থাকে

তবে প্রতিষ্ঠানটি কোন দেশের পারমাণবিক অস্ত্রের কোন প্রকাশ করে না। আপনাদের সামনে ১৪০ টি দেশের মধ্যে ১০টি শক্তিশালী দেশের তালিকা তুলে ধরব।

শক্তিশালী দেশের মধ্যে 10ম স্থানে রয়েছে ব্রাজিল।

গত বছরের তুলনায় দেশটির রেংক ধাপ কমে গেছে।গত বছর ছিল দেশটি ৯ম স্থানে।

দেশটিতে একটিভ সেন্য সংখ্যা রয়েছে 360000,ট্যাংক রয়েছে 439, সামরিক বিমান রয়েছে 679 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 112 টি

আজকের 9ম স্থানে রয়েছে পাকিস্তান। রেংকিং তালিকা গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে এসেছে। 2021 সালে পাকিস্তান ছিল দশম স্থানে।

দেশটিতে একটিভ সেন্য সংখ্যা রয়েছে 6400000,ট্যাংক রয়েছে 2824, সামরিক বিমান রয়েছে 1387টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 114 টি।

বিশ্বের শক্তিশালী দেশের তালিকা ৮ম স্থানে রয়েছে যুক্তরাজ্য

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে194000 ।ট্যাংক রয়েছে 227 ,সামরিক বিমান রয়েছে 693 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 75 টি।

2022 সালে শক্তিশালী দেশের তালিকা রয়েছে ৭ নাম্বারে।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 205000 ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 446 সামরিক বিমান রয়েছে 1055 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 180 টি।

আজকের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

2018 সালে গ্লোবাল রেঙ্কিং এ 12 নাম্বার থেকে এক লাফে সাত নাম্বারে চলে সেখান থেকে 2020 সালে দেশটি 6 নাম্বারে আসে এবং স্থানে ধরে রেখেছে।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 555000 ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 2624,সামরিক বিমান রয়েছে 1595 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 234 টি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপান নিজের মেধাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে বিশেষ বিশ্বের শক্তিশালী তালিকায় পঞ্চম স্থানে এসেছে।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 250000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 1004,সামরিক বিমান রয়েছে 1480 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 155 টি।

বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে 4 নাম্বারে রয়েছে ভারত।

2006 সাল থেকে গ্লোবাল পায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী এই দেশটি তাদের অবস্থা রেংকিং অবস্থা 2022 সাল পর্যন্ত ধরে রেখেছে।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে1450000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 4614,সামরিক বিমান রয়েছে 2182 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 295 টি।

বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে চীন।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 20 লক্ষ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 5250,সামরিক বিমান রয়েছে 3285 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 777 টি।

সেই 2007 সালে চীনকে একধাপ পিছনে ফেলে দুই নাম্বারে রয়েছে রাশিয়া ।

দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 850000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 12420,সামরিক বিমান রয়েছে 4173 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 605টি।

যথারীতি 2022 সালেও যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশের রেংকিং তালিকায় নিজেদের স্থান সবার শীর্ষে ধরে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!