এই প্রতিষ্ঠানটি প্রত্যেক দেশের স্থলশক্তি , আকাশ শক্তি, নৌশক্তি সহ দেশের অর্থনৈতিক সক্ষমতা।প্রাকৃতিক রিসোর্ট সহ নানান বিষয়ের উপর ভিত্তি করে এই শক্তিশালী দেশের রেংকিং তালিকা প্রকাশ করে থাকে
তবে প্রতিষ্ঠানটি কোন দেশের পারমাণবিক অস্ত্রের কোন প্রকাশ করে না। আপনাদের সামনে ১৪০ টি দেশের মধ্যে ১০টি শক্তিশালী দেশের তালিকা তুলে ধরব।
গত বছরের তুলনায় দেশটির রেংক ধাপ কমে গেছে।গত বছর ছিল দেশটি ৯ম স্থানে।
দেশটিতে একটিভ সেন্য সংখ্যা রয়েছে 360000,ট্যাংক রয়েছে 439, সামরিক বিমান রয়েছে 679 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 112 টি।
দেশটিতে একটিভ সেন্য সংখ্যা রয়েছে 6400000,ট্যাংক রয়েছে 2824, সামরিক বিমান রয়েছে 1387টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 114 টি।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 205000 ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 446 সামরিক বিমান রয়েছে 1055 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 180 টি।
2018 সালে গ্লোবাল রেঙ্কিং এ 12 নাম্বার থেকে এক লাফে সাত নাম্বারে চলে সেখান থেকে 2020 সালে দেশটি 6 নাম্বারে আসে এবং স্থানে ধরে রেখেছে।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 555000 ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 2624,সামরিক বিমান রয়েছে 1595 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 234 টি।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 250000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 1004,সামরিক বিমান রয়েছে 1480 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 155 টি।
2006 সাল থেকে গ্লোবাল পায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী এই দেশটি তাদের অবস্থা রেংকিং অবস্থা 2022 সাল পর্যন্ত ধরে রেখেছে।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে1450000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 4614,সামরিক বিমান রয়েছে 2182 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 295 টি।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 20 লক্ষ।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 5250,সামরিক বিমান রয়েছে 3285 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 777 টি।
দেশটিতে মোট স্বয়ংক্রিয় সেন্য সংখ্যা রয়েছে 850000।স্থলবাহিনীর কাছে ট্যাংক রয়েছে 12420,সামরিক বিমান রয়েছে 4173 টি এবং নৌবাহিনীর কাছে নেভাল এসেট রয়েছে 605টি।
যথারীতি 2022 সালেও যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশের রেংকিং তালিকায় নিজেদের স্থান সবার শীর্ষে ধরে রেখেছে।