টাঙ্গাইলে ২১ ইউপিতে জয়ী হলেন যারা

rj sazib / ২৬৫ Time View
Update : সোমাবার, ২৭ ডিসেম্বর, ২০২১

 

আব্দুল কাদের, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ২১ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৯জন ও স্বতন্ত্র প্রার্থী ১১জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) ভোট গ্রহন শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।

এদিকে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত কেন্দ্র ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন-
টাঙ্গাইল সদর উপজেলা :
১। দাইন্যা ইউনিয়নে (নৌকা) আফজাল হোসেন
২। হুগড়া ইউনিয়নে (স্বতন্ত্র) নুর ই আলম তুহিন
৩। বাঘিল ইউনিয়নে (নৌকা) এসএম মতিয়ার রহমান মন্টু
৪। ঘারিন্দা ইউনিয়নে (নৌকা) তোফায়েল আহম্মেদ
৫। করটিয়া ইউনিয়নে (নৌকা) খালেকুজ্জামান মজনু
৬। পোড়াবাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) শাহাদত হোসেন
৭। গালা ইউনিয়নে (স্বতন্ত্র) নজরুল ইসলাম খান
৮। মগড়া ইউনিয়নে (স্বতন্ত্র) মোতালেব হোসেন
ভুঞাপুর উপজেলা :
১। অর্জুনা ইউনিয়নে (নৌকা) দিদারুল আলম খান
২। গাবসারা ইউনিয়নে (স্বতন্ত্র) শাহ-আলম আকন্দ শাপলা
৩। ফলদা ইউনিয়নে (নৌকা) সাইদুল ইসলাম তালুকদার
৪। গোবিন্দাসী ইউনিয়নে (নৌকা) দুলাল হোসেন চকদার
৫। নিকরাইল ইউনিয়নে (স্বতন্ত্র ) মাসুদুল হক মাসুদ
ঘাটাইল উপজেলা :
১। দেওলাবাড়ি ইউনিয়নে (নৌকা) সুজাত আলী খান
২। ঘাটাইল সদর ইউনিয়নে (স্বতন্ত্র) মিজানুর রহমান হীরা
৩। লোকেরপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র) সহিদুল হক মিলন
৪। আনেহলা ইউনিয়নে (নৌকা) তালুকদার শাজাহান
৫। দিগলকান্দি ইউনিয়নে (স্বতন্ত্র) রেজাউল করিম মটু
৬। দিঘর ইউনিয়নে (স্বতন্ত্র) ফারুক হোসেন ফনি
৭। দেওপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র) রুহল আমীন হেপলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!