সিরাজগঞ্জে ২ মামলায় বিএনপির ৪শতাধিক নেতাকর্মী আসামি 

rj sazib / ৩২৪ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জে ২ মামলায় বিএনপির ৪শতাধিক নেতাকর্মী আসামি

শাহাদত হোসেন টুটুল

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় আরও দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলায় জ্ঞাত-অজ্ঞাত মিলে ৪ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়াল ৬টি। এর আগে শুক্রবার পুলিশ বাদী হয়ে ৩টি এবং এক আওয়ামী লীগ কর্মীর বাদী হয়ে একটি মিলে মোট ৪টি মামলা দায়ের করা হয়। ওই ৪টি মামলায় জ্ঞাত ও অজ্ঞাত সাড়ে ৭ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, শনিবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে ১০০/১৫০ জনকে এবং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না বাদী হয়ে ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ে আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দুটি দায়ের করেন। এসব মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বেশকিছু সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে।এদিকে, শনিবার সন্ধ্যার পর এসব মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার এবং আরও দুইজনকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে জিজ্ঞাসাবাদেও জন্য আটক করেছে ডিবি পুলিশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘঠে। একপর্যায়ে সংঘর্ষ শহরের আরও কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দলের অন্তত: ৫০ নেতাকর্মী আহত হন।

তারিখ:০২-০১-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!