বিপিএলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা : খালেদ মাহমুদ সুজন

rj sazib / ৫৬২ Time View
Update : সোমাবার, ১৭ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আবারও একসাথে দেখা যাবে খালেদ মাহমুদ সুজন এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ঢাকা ডায়নামাইটসের পর এবার ফরচুন বরিশালের হয়ে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। ফরচুন বরিশালের হয়ে কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। তাইতো দলের সাকিব থাকায় কাজ করা সহজ হয় বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন,

“ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়।
আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।”

সাকিব প্রসঙ্গের পাশাপাশি নিজের দল ফরচুন বরিশাল নিয়েও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, “অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।”

এবারের বরিশাল দলটি তারকায় ঠাসা। তারপরেও প্রতিপক্ষ দলগুলোকে অবশ্য বিবেচনা করছেন সুজন। তবে তিনি আশা করেন বরিশাল দলটিই সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সুজন বলেন, “আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে… আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!