জামালপুরে সাংবাদিক আমানুল্লাহ কবিরের স্মরণসভা ও দোয়া মাহফিল

rj sazib / ৫০৩ Time View
Update : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

 

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে মেলান্দহ রিপোর্টাস ইউনিটিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ রিপোর্টার ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আমানউল্লাহ কবীরের বড় ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাত-ইল কবীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান,
দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল বাবুল, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, মেলান্দহ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংবাদিক জিল্লুর রহমান রতন, মুস্তাসিম বিল্লাহ, মোঃ ইমরান মাহমুদ, সাকিব আল হাসান নাহিদ, মোঃ সাজ্জাদ হোসেন, সামিউল ইসলাম প্রমুখ।

পরে তাঁহার রুহের মাগফেরাত কামনার জন্য বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ, প্রয়াত দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও লেখক আমানুল্লাহ কবির ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকা ইবনে সিনা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!