শামসুর রহমান খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

rj sazib / ৩৪৪ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

শামসুর রহমান খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি জননেতা শামসুর রহমান খান শাহজাহানের ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ২ই জানুয়ারি (রবিবার) ঘাটাইল উপজেলা হল রুমে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও শামসুর রহমান খান শাহজাহানের ছোটভাই আলহাজ্ব আতাউর রহমান খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান (রানা)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোতালেব হোসেন, কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী (দুলাল) সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঘাটাইল পৌর আওয়ামীলীগের আহবায়ক খলিলুর রহমান।

জননেতা শামসুর রহমান খান শাহজাহান টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি থাকা অবস্থায় ২০১২সালের ২রা জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Alert: Content is protected !!
error: Alert: Content is protected !!