বিরামপুরে আদর্শ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা দশে অবস্থানকারী বিরামপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থী চূড়ান্ত করার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছেদ আলী চৌধুরী ও বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধবার ২৯ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
এতে ৪০জন ছাত্র ও ৪০জন ছাত্রী মোট ৮০জন শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্ত করা হয়। পাশাপাশি অপেক্ষামান তালিকায় ৫জন ছাত্র ও ৫জন ছাত্রী মোট ১০জন শিক্ষার্থী চূড়ান্ত করা হয়। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ২২১জন ছাত্র ও ১২২জন ছাত্রী মোট ৩৪৩জন শিক্ষার্থী আবেদন করেছিল।
মোঃ সাইফুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
মোবাঃ ০১৭১৭-৯৭৬২৮২
তাং- ৩০/১২/২০২১