সিরাজগঞ্জ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ভুইয়া গাতিতে ট্রাকের ধাক্কায় শহিদুল শেখ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শহিদুল শেখ (৩৬) রায়গঞ্জ উপজেলার সড়াইহাজিপুর গ্রামের বিশা শেখের ছেলে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি নামক স্থানে এ মারমান্তিক দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ডালিম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে হাটিকুমরুলে যাওয়ার সময় ভুইয়াগাতি নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় শহিদুলসহ মোটরসাইকেলের দুই যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে শহিদুলের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ট্রাকটি কেউ শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
তারিখ:২৮-১২-২০২১
সিরাজগঞ্জ
০১৯১৭-৭৬৭৩৫৫