বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান শামীমের দু,টি শর্ট ফিল্মে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা শফিকুল ইসলাম (লিপু মামা)। মিজানুর রহমান পরিচালনায়।
“ মন আমার ” এবং অপর আর একটি” ঢাকা টু বরিশাল” শর্ট ফিল্মের শুটিং এর কাজ শুরু করেন আগামী মঙ্গলবার থেকে অভিনেতা লিপু মামা সাংবাদিক রহমান কে ফোন আলাপে নিশ্চিত করেন। এখানে অভিনয় করবেন সুব্রত,ব্রসলি, আকাশ প্রদিপ,নবাগত সাগোতা, সৃস্টি,মারিয়া, আরো আনেকে
। অভিনেতা লিপু মামা ২০২০ সালে প্রথম মঞ্চ নাটক ” কে দুশ্য ” অভিনয়ের মাধ্যমে অভিনয় যগতে পা রাখেন।
১৯৯৮ সাথে প্রথম( বিটিভি) টেলিভিশন
নাটক “রং ধনু” হুমায়ুন আহমেদ রচিত, আবুল হায়াত পরিচালিত নাটকের মাধ্যমে পরিচিত লাভ করেন। বাংলা চলচ্চিত্রের প্রথম ছায়াছবির নায়ক রাজ্জাক পরিচালক ” জিনের বাদশা ”
শিশু শিল্পীর মাধ্যমে অংশ গ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত নাটক, ছায়াছবি, টেলিফিল্ম সহ প্রায় ৫০ টির বেশিতে অভিনয় করেছেন।