কোরবান আলী তালুকদার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী মোল্লার পরিবর্তে দিদারুল আলম খান মাহবুবকে নৌকার মনোনয়ন দেওয়ায় ভূঞাপুরে মানববন্ধন করেছে অর্জুনা ইউনিয়নবাসী। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অর্জুনা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি এবং দুইবার আ’লীগের মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হই কিন্তু আমাকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এ কারণে দিদারুল আলমের পরিবর্তে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনঃ বিবেচনা করার দাবি জানাচ্ছি।