আসছে ২৬ ডিসেম্বর ভূঞাপুর উপজেলার ২ নং গাবসারা ইউ,পি নির্বাচনকে কেন্দ্র করে আনোয়ার হোসেন তালুকদার জিন্নার নির্বাচনী-জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) জুংগীপুর রুলীপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খন্দকার বাছেদ এর সভাপতিত্বে নির্বাচনী-জনসভায় বক্তৃতা দেন চেয়ারম্যান পদ-প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ।
বিশাল এই নির্বাচনী-জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মী ও নারী পুরুষ সমর্থকদের সামনে আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ বলেন, আজকের এই নির্বাচনী-জনসভা আপনাদের উপস্থিতিতে জনসমুদ্রে রুপ নিয়েছে। আমি আপনাদের অংশগ্রহন দেখে সত্যিই আনন্দিত। আপনারা আমাকে এতটা ভালবাসেন তা আমার জানা ছিল না। আপনাদের ভালবাসাই আমাকে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।
তিনি আরো বলেন,আমি আপনাদের ভালবাসার মূল্যায়ন করবো আমার সেবা দিয়ে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে ইউনিয়ন বাসীর ঘরে ঘরে সেবা পৌছে দিব। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে গাবসারা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।
তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত গাবসারা ইউনিয়ন উপহার দেব এলাকাবাসীকে।আমি প্রতিহিংসার রাজনীতি করি না। তাই আপনারা হিংসা না করে প্রতিযোগীতা করুন।
এসময় বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গাবসারা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নুরুল, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাংগাঠনিক-সম্পাদক মহর আলী মন্ডল, আওয়ামীযুবলীগ এর সাবেক সভাপতি সোহরাব আকন্দ , গাবসারা ছাত্রলীগ এর সাবেক সভাপতি খোরশেদ আলম,গাবসারা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবলীগ এর সাংগাঠনিক-সম্পাদক আবুল কালাম আজাদ , ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরহাদ আলী আকন্দ, আওয়ামীলীগ নেতা আল-আমিন তালুকদার, খন্দকার আসলাম, সাইদ-আলী মন্ডল, শুক্কুর মেম্বার, বাবু তালুকদার, আব্দুল বাছেদ আকন্দ,ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।