শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেদিনের বিস্ফোরণে ১১৫ জনের মৃত্যু হয়েছিল বলে আগে ধারণা করা হয়েছিল।
ফ্রিটাউনের শহরতলিতে তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হওয়ার আগে একটি লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই সংঘর্ষের পর ট্যাংকারের ফুটো দিয়ে বের হওয়া তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়া অনেকেও বিস্ফোরণে হতাহতের তালিকায় আছেন।
আহতদের মধ্যে ৫৭ জনকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর, জানিয়েছে সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়।