করোনা মহামারিতে জর্জরিত পুরো বিশ্ব। প্রাথমিকভাবে চীনে এর আবির্ভাব হলেও অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় কম সময়ের মধ্যেই পুরো বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ২০২০ সালের মার্চ মাসে প্রথম এই ভাইরাস ধরা পড়ে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় খুব দ্রুত সারাদেশে করোনা ছড়িয়ে পড়ে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ১৮ কোটিরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। করোনার কারণে পুরো বিশ্বের স্বাভাবিক জীবনযাপন স্থবির হয়ে পড়েছে।