টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করায় ভারত-শাসিত কাশ্মিরের দু’টি মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী একটি আইনে কাশ্মির পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে বলে মঙ্গলবার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। বহুল আলোচিত এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। ম্যাচ হেরে যাওয়ায় দেশটির পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাবে কাশ্মিরি শিক্ষার্থীদের ওপর হামলা চালান ভারতীয় ক্ষুব্ধ সমর্থকরা। এমনকি ভারতীয় ক্রিকেট দলের মুসলিম খেলোয়াড় মোহাম্মদ শামিকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে মন্তব্য করা হয়।