প্রায় তিনদিন ধরে চলা অঘোষিত বাস ধর্মঘট শেষ হলো সরকারের পক্ষ থেকে মালিকদের দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে। তাদের দাবি ছিল, ডিজেলের দাম যেহেতু বাড়ানো হয়েছে, সেহেতু বাসভাড়াও বাড়াতে হবে।
রোববার বিকেলে মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ডিজেলচালিত বাসের ভাড়াবৃদ্ধির ফিরিস্তি তুলে ধরেন সাংবাদিকদের কাছে।